মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১১৫
পানীয় অধ্যায়
মদের কদর্যতা ও এর অনিষ্টতা, এর পানকারীর প্রতি অভিসম্পাত এবং পরকালের শরাব হতে তার বঞ্চিত হওয়া প্রসঙ্গ।
পরিচ্ছেদ : মদের অনিষ্টতা ও ইহা হারাম হওয়ার পূর্বে হামযা (রা) কর্তৃক আলী (রা)-এর উটনীদ্বয়ের ওপর চড়াও হওয়ার ঘটনা।
পরিচ্ছেদ : মদের অনিষ্টতা ও ইহা হারাম হওয়ার পূর্বে হামযা (রা) কর্তৃক আলী (রা)-এর উটনীদ্বয়ের ওপর চড়াও হওয়ার ঘটনা।
১১৫। আমার কাছে বর্ণনা করেছেন আবদুর রাজ্জাক (র)। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন ইবন জুরাইজ। তিনি বলেন, আমার কাছে ইবন শিহাব (র) আলী ইবন হুসায়ন ইবন আলী (র) থেকে এবং তিনি আলী ইবন আবি তালিব (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) হতে একটি বয়স্ক উট পেয়েছিলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আরো একটি বয়স্ক উট দান করলেন। একদিন আমি এ দু'টি উট জনৈক আনসারী লোকের দরজার সামনে বেঁধে রাখলাম। আমি ইচ্ছা করেছিলাম, এদের দ্বারা ইযখির (ঘাস বিশেষ) বয়ে এনে তা বিক্রি করব। আমার সঙ্গে বনু কায়নুকা'-এর জনৈক স্বর্ণকার ছিল। এটা এ জন্য করতে চেয়েছিলাম যাতে, ফাতিমা (রা)-এর ওলীমায় (ইযখির বিক্রয়লব্ধ অর্থ দ্বারা) সাহায্য গ্রহণ করতে পারি। এদিকে হামযা ইবন আবদিল মুত্তালিব (রা) সে বাড়ী মদ পান করছিল। হামযা (রা) এ দু'টি উটের দিকে ছুটে গিয়ে তরবারি দ্বারা আঘাত করল। সে উটগুলোর কুঁজ কেটে ফেলল এবং পেছনের অংশ ফেড়ে দিল। এরপর সে এ দু'টির কলিজা বের করে নিল। বর্ণনাকারী ইবন জুরায়জ (র) বলেন, আমি ইবন শিহাব (র)-কে বললাম, তিনি কুঁজ হতে কি নিলেন? তিনি বললেন, সে উট দু'টির কুঁজ কেটে নিয়ে গেল। তিনি (আলী) বলেন, আমি এই (মর্মস্পর্শী) দৃশ্য দেখলাম। যা আমাকে ব্যথিত করল। তারপর আমি তা নিয়ে নবী (ﷺ)-এর নিকট আসলাম। সে সময় তাঁর কাছে যায়দ ইবন হারিসা (রা) বসা ছিলেন। আমি তাঁকে এ সংবাদ জানালাম। তিনি ঘর হতে বের হলেন। তাঁর সঙ্গে যায়দ (রা) ও ছিলেন। তিনিও তাঁর সঙ্গে চললেন। এরপর তিনি হামযা (রা)-এর নিকট গিয়ে তার প্রতি ক্রোধ প্রকাশ করলেন। তখন হামযা (রা) স্বীয় চোখ উঁচু করে বলল, তোমরা কি আমার পিতার দাস ছাড়া আর কিছু? তারপর রাসূলুল্লাহ (ﷺ) পিছনে হেঁটে হেঁটে তাদের কাছ থেকে বের হয়ে আসলেন। (বর্ণনাকারী বলেন,) উক্ত ঘটনা মদ হারাম হওয়ার পূর্বে ঘটেছিল।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
أبواب ما جاء في قبح الخمر ومفاسدها ولعن شاربها وحرمانه من خمر الآخرة وغير ذلك
باب مفاسد الخمر وقصة حمزة مع ناقتي على قبل تحريم الخمر
باب مفاسد الخمر وقصة حمزة مع ناقتي على قبل تحريم الخمر
حدثنا عبد الرازق (2) أنبأنا ابن جريج حدثني ابن شهاب عن علي بن حسين بن علي عن علي بن أبي طالب رضي الله عنه قال قال على أصبت شارفا (3) مع رسول الله صلى الله عليه وسلم في المغنم يوم بدر وأعطاني رسول الله صلى الله عليه وسلم شارفا أخرى فأنختهما يوما عند باب رجل من الأنصار وأنا أريد أن أحمل عليهما إذ خرا (4) لأبيعه ومعي صائغ من بني فينقاع (4) لأستعين به علي وليمة فاطمة، وحمزة ابن عبد المطلب يشرب في ذلك البيت فثار إليهما حمزة بالسيف فجب (6) أسنمتهما وبقر خواصرهما (7) ثم ثم أخذ من أكبادهما: قلت لابن شهاب ومن السنام (8) قال جب أسنمتهما فذهب بها، قال فنظرت إلى منظر أفظعني فأتيت به نبي الله صلى الله عليه وسلم وعنده زيد بن حارثة فأخبرته الخبر فخرج ومعه زيد فانطلق معه فدخل على حمزة فتغيظ (9) عليه فرجع حمزة بصره فقال هل أنتم إلا عبيد لأبي فرجع رسول الله صلى الله عليه وسلم يقهقر (1) حتى خرج عنهم وذلك قبل تحريم الخمر