মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১১৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১১৪। ইবন শারাহীল ইবন বুকায়ল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে বললাম, মিসরে আমার কতিপয় আত্মীয়-স্বজন আছে। তারা এই আঙ্গুরসমূহ হতে শরাব তৈরী করে। তিনি বললেন, কোন মুসলমান কি এটা করেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা ইয়াহুদীদের মত হয়ো না। তাদের ওপর আমি চর্বি হারাম করেছিলাম। তারা এটা বিক্রি করে তার মূল্য ভোগ করত। বর্ণনাকারী বলেন, আমি বললাম, কোন ব্যক্তি এক গুচ্ছ আঙ্গুর নিয়ে তা নিংড়িয়ে পান করলে তার সম্বন্ধে আপনি কি বলেন? তিনি বললেন, এটা দোষণীয় নয়। এরপর যখন আমি অবতরণ করলাম, তখন তিনি বললেন, যে বস্তু পান করা হালাল তা বিক্রি করাও হালাল।
(হাদীসটি হায়ছামী (র) সংক্ষেপে বর্ণনা করে বলেছেন, এর সনদে বর্ণনাকারী ইবন বুকায়ল এবং তাইয়াফ অজ্ঞাত। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن شراحيل بن بكيل (8) قال قلت لابن عمر إن لي أرحاما بمصر يتخذون من هذه الأعناب، قال وفعل ذلك أحد من المسلمين؟ قلت نعم، قال لا تكونوا بمنزلة اليهود: حرمت عليهم الشحوم فباعوها وأكلوا أثمانها، قال قلت ما تقول في رجل أخذ عنقودًا فعصره فشربه؟ قال لا بأس، فلما نزلت قال ما حل شربه حل بيعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৪ | মুসলিম বাংলা