মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১০২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১০২। আমার কাছে ইয়াহইয়া (র) ইবন উয়ায়না ইবন আবদির রহমান (র) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমার কাছে আমার পিতা বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি ইবন আব্বাস (রা)-এর নিকট এসে বলল, আমি খুরাসান অঞ্চলের অধিবাসী। আমাদের অঞ্চল শীতল প্রধান অঞ্চল। এরপর সে বিভিন্ন প্রকার শরাবের কথা তুলে ধরল। তখন ইবন আব্বাস (রা) বললেন, যে কিশমিশ বা খেজুর অথবা অন্যকিছু নেশার সৃষ্টি করে তা পরিহার কর। সে বলল, আপনি মটকায় তৈরী নাবীয সম্বন্ধে কী বলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মটকায় তৈরী নাবীয পান করতে নিষেধ করেছেন।
(নাসাঈ শুধু মারফু' অংশটুকু বর্ণনা করেছেন। এর সনদ উত্তম।)
(নাসাঈ শুধু মারফু' অংশটুকু বর্ণনা করেছেন। এর সনদ উত্তম।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
حدثنا يحيى (7) عن ابن عيينة بن عبد الرحمن حدثني أبي قال جاء رجل إلى ابن عباس فقال إني رجل من أهل خراسان وإن أرضنا أرض باردة فذكر من ضروب الشراب (8) فقال اجتنب ما أسكر من زبيب أو تمر وما سوى ذلك (9) قال ما تقول في نبيذ الجر (10) قال نهى رسول الله صلى الله وعلى آله وصحبه وسلم عن نبيذ الجر