মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১০১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১০১। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে 'বিত' সম্বন্ধে জিজ্ঞাসা করা হল। (বর্ণনাকারী বলেন,) 'বিত' হল, মধুর নাবীয। ইয়ামানবাসীরা তা পান করত। তিনি বললেন, শরাব নেশা সৃষ্টি করে তাই হারাম।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن عائشة رضي الله عنها (4) قالت سئل رسول الله صلى الله عليه وسلم عن البتع (5) والبتع نبيذ العسل، وكان أهل اليمن يشربونه فقال كل شراب أسكر فهو حرام
tahqiqতাহকীক:তাহকীক চলমান