মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৯৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯৭। আসিম (র) আমার কাছে বর্ণনা করেন যে, যে ব্যক্তি বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) নাবীয পান করতে নিষেধ করার পর আবার অনুমতি দিয়েছেন তিনি হলেন মুনযির আবু হাসসান। তিনি সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলতেন, যে ব্যক্তি হাজ্জাজ-এর বিরোধী বর্ণনা করে, সে বিরোধিতাই করল।
(হায়ছামী (র) ذَكَرَهُ عَنْ سَمُرَةَ পর্যন্ত বর্ণনা করেছেন। مَنْ خَالَفَ الْحَجَّاجَ অংশটুকু তিনি উল্লেখ করেননি। এখানে 'হাজ্জাজ' অজ্ঞাত। ইতোপূর্বে হাদীসটির সূত্রে তার নাম উল্লেখ নেই। বায়হাকী (র) বলেছেন, হাদীসটির সূত্রে একজন বর্ণনাকারী অজ্ঞাত।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
حدثنا عاصم (4) ذكر أن الذي يحدث أن النبي صلى الله عليه وسلم أذن في النبيذ بعد ما نهى عنه منذر أبو حسان، ذكره عن سمرة بن جندب، وكان يقول من خالف الحجاج فقد خالف
tahqiqতাহকীক:তাহকীক চলমান