মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৯৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯৬। আবদুর রহমান ইবন সুহার আবদী (র) সূত্রে পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি অসুস্থ মানুষ। সুতরাং আমাকে একটি ছোট মটকায় নাবীয প্রস্তুত করার জন্য অনুমতি দিন। বর্ণনাকারী আবদুর করে বলেছেন, এরপর তিনি তাকে ইহার অনুমতি দেন।
(হাদীসটি হায়ছামী বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ, বাযযার, তবারানী বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী আবদুর রহমান ইবন সুহার সম্বন্ধে ইবন আবি হাতিম (র) কোন মন্তব্য করেন নি। আর বর্ণনাকারী 'যাহহাক ইবন ইয়াসার'কে আবু হাতিম (র) এবং ইবন হিব্বান (র) নির্ভরযোগ্য বলেছেন। ইবন মা'ঈন (র) বলেছেন, বসরাবাসীগণ তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী বর্ণনা করে বলেছেন, ইহা আহমাদ, বাযযার, তবারানী বর্ণনা করেছেন। ইহার সূত্রে বর্ণনাকারী আবদুর রহমান ইবন সুহার সম্বন্ধে ইবন আবি হাতিম (র) কোন মন্তব্য করেন নি। আর বর্ণনাকারী 'যাহহাক ইবন ইয়াসার'কে আবু হাতিম (র) এবং ইবন হিব্বান (র) নির্ভরযোগ্য বলেছেন। ইবন মা'ঈন (র) বলেছেন, বসরাবাসীগণ তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن عبد الرحمن بن صحار العبدي (2) عن أبيه رضي الله عنه قال قلت يا رسول الله إني رجل مسقام (3) فائذن لي في جريرة انتبذ فيها، قال فأذن له فيها