মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৮৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮৪। মালিক ইবন উমায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি 'আলী (রা)-এর নিকট বসা ছিলাম। তিনি বলেন, এরপর সা'সা'আ ইবন সুহান এসে সালাম দিল। তারপর সে দাঁড়িয়ে বলল, হে আমীরুল মু'মিনীন! রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে যেসব বিষয়ে নিষেধ করেছেন আমাদেরকে সে সব বিষয়ে নিষেধ করুন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কদুর খোলস, মটকা, আলকাতরাযুক্ত পাত্র এবং খেজুর গোড়া হতে তৈরী পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।
(হাদীসটি পোশাক-পরিচ্ছদ অধ্যায়ে বর্ণিত হবে।)
(হাদীসটি পোশাক-পরিচ্ছদ অধ্যায়ে বর্ণিত হবে।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن مالك بن عمير (4) قال كنت قاعدا عند علي رضي الله عنه قال فجاء صعصعة بن صوحان فسلم ثم قام فقال يا أمير المؤمنين انهنا عما نهاك عنه رسول الله صلى الله عليه وسلم فقال نهانا عن الدباء والحنتم والمزفت والنقير الحديث