মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৮৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮৩। 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোলস, আলকাতরাযুক্ত পাত্র নিষেধ করেছেন।
আবু আবদুর রহমান (ইবন ইমাম আহমাদ) বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, কুফা এলাকায় 'আলী (রা) থেকে বর্ণিত এর চেয়ে বিশুদ্ধতর হাদীস আর নেই।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
আবু আবদুর রহমান (ইবন ইমাম আহমাদ) বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, কুফা এলাকায় 'আলী (রা) থেকে বর্ণিত এর চেয়ে বিশুদ্ধতর হাদীস আর নেই।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن علي رضي الله عنه (2) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الدباء والمزفت قال أبو عبد الرحمن (3) سمعت أبي يقول ليس بالكوفة عن علي رضي الله عنه حديث أصح من هذا