মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৬৭
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৭। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কাঁচা খেজুরের নাবীয নিষেধ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن عائشة رضى الله عنها (5) أن النبى صلى الله عليه وسلم نهى عن البقيع البسر (6) وهو الزهو