মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৪৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: দুধ পান, দোহন করা ইত্যাদি প্রসঙ্গ।
88। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যে ছাগল ময়লা খায় তার দুধ পান করতে, কোন প্রাণীকে লক্ষ্যস্থল বানাতে এবং মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন।
(আবূ দাউদ, নাসাঈ। হাদীসটির সূত্র ভাল। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
(আবূ দাউদ, নাসাঈ। হাদীসটির সূত্র ভাল। আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
باب ما جاء فى اللبن وشربه وحلبه وغير ذلك
عن ابن عباس قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبن شاة الجلالة (13) وعن المجثمة وعن الشرب في السقاء