মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৪৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: দুধ পান, দোহন করা ইত্যাদি প্রসঙ্গ।
৪৩। যিরার ইবন আযওয়ার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার পরিবারের লোকরা আমাকে একটি দুধেল উটনী দিয়ে নবী (ﷺ)-এর নিকট পাঠায়। তিনি আমাকে তা দোহন করতে নির্দেশ দিলে আমি তা দোহন করলাম। তখন তিনি বললেন, কিছু দুধ রেখে দাও, যা আরো দুধ টেনে আনবে।
(ইবন হিব্বান, দারিমী, হাকিম। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাফিয (র) ইহাকে সহীহ বলেছেন।)
كتاب الأشربة
باب ما جاء فى اللبن وشربه وحلبه وغير ذلك
عن ضرار بن الأزور (9) قال بعثنى أهلى بلقوح (10) إلى النبى صلى الله عليه وسلم فأمرنى أن أحلبها فحلبتها فقال دع داعى (11) اللبن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা