মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ২৪
তালাক অধ্যায়
পরিচ্ছেদ: পলাতক, অসুস্থ এবং অতিবৃদ্ধ ব্যক্তির তালাক।
২৪। সালিম (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন যে, গায়লান ইবন সালামা সাকাফী (র) যখন ইসলাম গ্রহণ করেন তখন তার অধীনে দশজন স্ত্রী ছিল। নবী (ﷺ) তাকে বললেন, তুমি তাদের মধ্য হতে চারজনকে বাছাই কর। তারপর তিনি উমর (রা)-এর শাসনামলে স্বীয় স্ত্রীদের তালাক দেন এবং তার সম্পদ স্বীয় সন্তানদের মধ্যে বণ্টন করে দেন। উমর (রা)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বললেন, আমার মনে হয়, শয়তান যে সব সংবাদ চুরি করে শুনে থাকে এর মধ্যে তোমার মৃত্যু সংবাদও সে শুনে তা তোমার আত্মার ভিতর বর্ষণ করেছে। সম্ভবত তুমি বেশি দিন জীবিত থাকবে না। আল্লাহর শপথ। অবশ্যই তুমি তোমার স্ত্রীদেরকে ফিরিয়ে এনে তোমার সম্পদের ভাগ দিবে। তা না হলে আমি তাদেরকে তোমার মীরাস দিব এবং নির্দেশ দিব যেন তোমার কবরে পাথর নিক্ষেপ করা হয়, যেরূপ আবূ রিগালের কবরে পাথর নিক্ষেপ করা হয়েছিল।
(ইবন হিব্বান, হাকিম। তাঁরা হাদীসটিকে সহীহ বলেছেন। আহমাদ (র) এর মতে এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে এর মারফু' অংশে অনেকে আপত্তি তুলেছেন। তিরমিযী (র) বুখারী (র)-এর বরাতে বলেছেন যে, এটা সংরক্ষিত নয়। আসলাম (র) ইমাম আহমাদ (র)-এর বরাতে বলেছেন যে, ইহা সহীহ নয়। হাফিয (র) হাদীসটির মাওকুফ অংশ সম্বন্ধে বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق الفار والمريض والهازل
عن سالم عن أبيه أن غيلان بن سلمة الثقفي أسلم وتحته عشر نسوة فقال له النبي صلى الله عليه وسلم اختر منهن أربعا، فلما كان في عهد عمر طلق نساءه وقسم ماله بين بنينه فبلغ ذلك عمر رضي الله عنه فقال إني لأظن الشيطان فيما يسترق من السمع سمع بموتك فقذفه في نفسك، ولعلك أن لا تمكث إلا قليلا، وأيم الله لتراجعن نساءك ولترجعن في مالك أو لأورثهن منك ولآمرن بقبرك فيرجم كما رجم قبر أبي رغال.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৪ | মুসলিম বাংলা