মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৬৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্বামীর উপর স্ত্রীর হক।
২৬৪। সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দীর্ঘদিন সফরে অবস্থানকারী ব্যক্তিকে এশার নামাযের পরে তার স্ত্রীর দরজা খট খটাতে নিষেধ করেছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারও নিকট সা'দ এর হাদীসটি অবগত হইনি। এর সনদ উত্তম। জাবির (রা)-এর হাদীস نَهَى رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَطْرُقَ الرَّجُلُ أَهْلَهُ لَيْلًا (রাসূলুল্লাহ (ﷺ) কোন লোকের তার পরিবারের কাছে রাতে আগমন করাকে নিষেধ করেছেন) এ হাদীসকে শক্তিশালী করে। বুখারী, মুসলিম, আহমদ। হাদীসটির উল্লেখ রয়েছে এ কিতাবের মুসাফিরের প্রত্যাবর্তন করার আদব সমূহের পরিচ্ছেদে।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারও নিকট সা'দ এর হাদীসটি অবগত হইনি। এর সনদ উত্তম। জাবির (রা)-এর হাদীস نَهَى رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَطْرُقَ الرَّجُلُ أَهْلَهُ لَيْلًا (রাসূলুল্লাহ (ﷺ) কোন লোকের তার পরিবারের কাছে রাতে আগমন করাকে নিষেধ করেছেন) এ হাদীসকে শক্তিশালী করে। বুখারী, মুসলিম, আহমদ। হাদীসটির উল্লেখ রয়েছে এ কিতাবের মুসাফিরের প্রত্যাবর্তন করার আদব সমূহের পরিচ্ছেদে।)
كتاب النكاح
باب حق الزوجة على الزوج
عن سعد بن أبى وقاص (11) أنه قال إن رسول الله صلى الله عليه وسلم نهى ان يطرق الرجل أهله بعد صلاة العشاء (12)