মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৫৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৫৬। এ হাদীসটিও তাঁর থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, কোন মহিলার জন্য তার বিয়ে হওয়ার পর তার মাল অন্যায়ভাবে ব্যয় করা জায়েয নয়।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি আমর ইবন শুআয়বের হাদীসটিকে ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট অবগত হইনি। এর সনদ উত্তম। তাবারানী ওয়াছিলা ইবন আসকা' রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন। তাঁর হাদীস দূর্বল।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি আমর ইবন শুআয়বের হাদীসটিকে ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট অবগত হইনি। এর সনদ উত্তম। তাবারানী ওয়াছিলা ইবন আসকা' রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন। তাঁর হাদীস দূর্বল।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
وعنه أيضًا (4) عن أبيه عن جده عن النبى صلى الله عليه وسلم قال لا يجوز المرأة أمر فى مالها (5) اذا ملك زوجها عصمتها