মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৫৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৫৫। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন বলেন, কোন মহিলার জন্য তার স্বামীর অনুমতি ছাড়া দান করা জায়েয নয়।
(আবু দাউদ, নাসাঈ আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
আবু উসামা (রা) থেকে এর সাহেদ হাদীস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে কোন বস্তু ব্যয় করবে না। বলা হল, হে আল্লাহর রাসূল, সে খাবারও ব্যয় করবে না? তিনি বললেন, তা আমাদের উত্তম মাল।”
(তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
(আবু দাউদ, নাসাঈ আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ হাসান।)
আবু উসামা (রা) থেকে এর সাহেদ হাদীস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে কোন বস্তু ব্যয় করবে না। বলা হল, হে আল্লাহর রাসূল, সে খাবারও ব্যয় করবে না? তিনি বললেন, তা আমাদের উত্তম মাল।”
(তিরমিযী। তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
عن عمرو بن شعيب (2) عن أبيه عن حده ان النبى صلى الله عليه وسلم قال يوم الفتحلا يجوز لمرأة عطية الا بإذن زوجها