মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৫৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৫৩। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, যদি কোন মহিলা তার স্বামীর ঘর ছাড়া অন্য কোন স্থানে পুরুষের সামনে বেপর্দা হয় তাহলে সে তার এবং তার প্রভুর মাঝের তাকওয়ার পর্দা ছিড়ে ফেলল।
(ইবন মাজাহ, হাকিম। হাদীসটির বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। হাকিম এটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
عن عائشة رضى الله عنها (6) قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ايما امرأة نزعت ثيابها فى غير بيت زوجها (7) هتكت ستر ما بينها وبين ربها
tahqiqতাহকীক:তাহকীক চলমান