মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৫২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৫২। হুসায়ন ইবন মিহসান (রা) থেকে বর্ণিত, তাঁর এক ফুফু নবী (ﷺ)-এর কাছে কোন প্রয়োজনে আসলেন। তিনি তাঁর প্রয়োজন শেষ করার পর নবী (ﷺ) তাঁকে বললেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, হাঁ, তিনি বললেন, তুমি কিরূপে তাঁর আনুগত্য এবং খেদমত কর? তিনি বললেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাঁর খেদমত এবং আনুগত্য করতে কোন অবহেলা করি না। তিনি বললেন, তুমি লক্ষ্য কর তোমার সাথে তার সম্পর্ক কি? যদি তুমি তাকে আনুগত্য ও খেদমতে সন্তুষ্ট করতে পার তাহলে তোমার জান্নাত লাভ হবে। আর যদি তুমি তাকে সন্তুষ্ট করতে না পার তাহলে তোমার দোয মিলবে।
(হাফিয মুনযিরী "তারগীব তারহীবে” হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং নাসাঈ হাদীসটিকে মুসতাদরকে বর্ণনা করেছেন এবং এর সনদকে সহীহ বলেছেন। আর যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(হাফিয মুনযিরী "তারগীব তারহীবে” হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং নাসাঈ হাদীসটিকে মুসতাদরকে বর্ণনা করেছেন এবং এর সনদকে সহীহ বলেছেন। আর যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
عن الحصين بن محصن (3) أن عنة أتت النبي صلى الله عليه وسلم فى حاحة ففرغت من حاجتها، فقال لها النبي صلى الله عليه وسلم أذات زوج أنت؟ قالت نعم، قال كيف أنت له؟ قالت ماآلوه (4) الا ما عجزت عنه، قال انظرى اين أنت منه فانما هو جنتك ونارك