মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৫০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৫০। আব্দুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন মহিলা পাঁচ ওয়াক্ত নামায পড়ে, রমযান মাসে রোযা রাখে, নিজের লজ্জাস্থানকে যিনা থেকে হেফাযত করে, আর স্বামীর অনুগত হয় তাহলে তাকে কেয়ামতের দিন বলা হবে, তুমি জান্নাতের যে দরজা থেকে ইচ্ছা প্রবেশ কর।
(মুনযিরী "তারগীব তারহীবে" হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী "আল মু'জামুল কাবীরে" হাদীসটিকে বর্ণনা করেছেন। ইবন লাহী'আ ছাড়া আহমদের অন্য বর্ণনাকারীগণ সহীহের বর্ণনাকারী। তাঁর হাদীস কোন হাদীসের অনুগামী হাদীসরূপে বর্ণিত হলে তাঁর হাদীস হাসান।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
عن عبد الرحمن بن عوف (8) قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها (9) وصامت شهرها (10) وحفظت فرجها (11) واطاعت زوجها (12) قيل لها ادخلى الجنة من أى أبواب الجنة شئت
tahqiqতাহকীক:তাহকীক চলমান