মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৪৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর হক।
২৪৯। আ'য়িযুল্লাহ ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, মু'য়ায (রা) ইয়ামানে আগমন করলেন। খাওলান গোত্রের জনৈকা মহিলা তাঁদের সাথে সাক্ষাৎ করল। তার সাথে তার বারটি ছেলে ছিল। সে তাদের পিতাকে তার বাড়ীতে রেখে এসেছে। তাদের কনিষ্ঠ ভাইয়ের দাড়ি উঠা পূর্ণ হয়েছে। সে দাঁড়িয়ে মু'য়ায (রা) কে সালাম দিল। তার দু' ছেলে তার দু'বাহু আঁকড়ে ধরে আছে। সে বলল, কে তোমাকে পাঠিয়েছে হে ব্যক্তি? মুয়ায (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়েছেন। সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়েছেন? আর আপনি রাসূলুল্লাহ (ﷺ) এর দূত? হে রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত আপনি কি আমাকে অবহিত করবেন না? মু'য়ায (রা) তাকে বললেন, আপনার যা ইচ্ছা তা আমাকে জিজ্ঞাসা করুন। সে বলল, আপনি আমাকে স্ত্রীর উপর স্বামীর কি হক তা বলুন। মু'য়ায (রা) তাকে বললেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করবেন। আর তাঁর আনুগত্য করবেন। সে বলল, আমি আল্লাহর শপথ করে আপনাকে বলছি, আপনি স্ত্রীর উপর স্বামীর কি হক তা আমাকে অবহিত করুন? মুয়ায (রা) তাকে বললেন, আপনি কি আল্লাহর আনুগত্য করতে এবং তাঁকে ভয় করতে সন্তুষ্ট নন? সে বলল, নিশ্চয়ই। তবে আপনি স্ত্রীর উপর স্বামীর কি হক তা আমাকে অবহিত করুন। কেননা আমি তাদের অতিশয় বৃদ্ধ পিতাকে ঘরে রেখে এসেছি। মু'য়ায (রা) তাকে বললেন, মু'য়ায (রা)-এর জীবন যাঁর হাতে তাঁর শপথ, যদি আপনি ফিরে গিয়ে কুষ্ট রোগে তার গোস্ত এবং নাক নষ্ট করেছে আর তার নাক থেকে পুঁজ এবং রক্ত প্রবাহিত হচ্ছে এরূপ অবস্থায় তাকে পান, অতঃপর আপনি হক আদায় করতে আপনার মুখ দিয়ে তা পরিস্কার করেন তবুও আপনি কখনো তার হক আদায় করতে পারবেন না।
(তাবারানী আল মু'জামুল কাবীরে। হাদীসটির সনদ উত্তম।)
(তাবারানী আল মু'জামুল কাবীরে। হাদীসটির সনদ উত্তম।)
كتاب النكاح
باب حق الزوج على الزوجة
عن عائذ الله بن عبد الله (4) ان معاذ قدم على اليمن فلقيته امرأة من خولان معها بنون لها اثنا عشر فتركت أباهم فى بيتها أصغرهم الذى قد اجتمعت لحيته (5) فقامت فسلمت على معاذ ورجلان من بنيها يمسكان بضبعيها (6) فقالت من أرسلك أيها الرجل؟ قال لها معاذ أرسلنى رسول الله صلى الله عليه وسلم قالت المرأة أرسلك رسول الله صلى الله عليه وسلم وأنت رسول رسول الله صلى الله عليه وسلم؟ أفلا تخبرنى يا رسول رسول الله صلى الله عليه وسلم؟ فقال لها معاذ سلينى عما شئت, قالت حدثنى ما حق المرء على زوجته؟ قال لها معاذ تتقى الله ما استطاعت وتسمع وتطيع, قالت أقسمت بالله عليك لتحدثنى ما حق الرجل على زوجته؟ قال لها معاذ أوما رضيت أن تسمعى وتطيعى وتتقى الله؟ قالت بلى ولكن حدثنى ما حق المرء على زوجته فانى تركت أبا هؤلاء شيخا كبيرا فى البيت, فقال لها معاذ والذى نفس معاذ فى يده لو أنك ترجعين اذا رجعت اليه فوجدتى الجذام قد خرق لحمه وخرق منخريه (7) فوجدت منخريه يسيلان قيحا ودماثم ألقمتيهما فاك لكيما تبلغى حقه ما بلغت ذلك أبدا