মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৯৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : বিবাহ অনুষ্ঠানে উপস্থিতগণের মাঝে খেজুর বা তার মত অন্য কিছু ছিটিয়ে দেয়া এবং তা কেড়ে নেয়া প্রসঙ্গ।
১৯৮। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিনতাই করতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, যে ব্যক্তি ছিনতাই করে সে আমাদের দলের নয়।
(তিরমিযী। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে করে বলেছেন, তিরমিযী হাদীসটি থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা وَمَنْ انْتَهَبَ فَلَيْسَ مِنَا “ছিনতাই করে সে আমাদের দলের নয়” বর্ণনা করেছেন। অতঃপর তিনি বলেছেন, বাযযার হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب ما جاء في نثار التمر ونحوه والنهبة في الوليمة
عن أنس بن مالك (2) قال نهى رسول الله صلى الله عليه وسلم عنه النهبة ومن انتهب فليس منا
tahqiqতাহকীক:তাহকীক চলমান