মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৯৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : বিবাহ অনুষ্ঠানে উপস্থিতগণের মাঝে খেজুর বা তার মত অন্য কিছু ছিটিয়ে দেয়া এবং তা কেড়ে নেয়া প্রসঙ্গ।
১৯৫। যাইদ ইবন খালিদ (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে কেড়ে নিতে এবং ছোঁ মারতে নিষেধ করতে শুনেছেন।
(তাবারানী আল মু'জামুল কাবীরে। হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
(তাবারানী আল মু'জামুল কাবীরে। হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
كتاب النكاح
باب ما جاء في نثار التمر ونحوه والنهبة في الوليمة
عن عبد الرحمن بن زيد بن خالد عن أبيه (4) أنه سمع رسول الله صلى الله عليه وسلم ينهى عن النهبة والخلسة