মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৯৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যদি কেউ দাওয়াতে কোন অন্যায় কাজ দেখে তাহলে সে যেন তাতে আপত্তি জানায়, অন্যথায় প্রত্যাবর্তন করে।
১৯৪। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে সে যেন যে দস্তরখানে মদ পান করা হয় তাতে না বসে।
হাদীসটি একটি হাদীসের অংশ যা অপবিত্রতা থেকে গোসল করার পর্বে 'গোসল খানায় প্রবেশ করার বিধান' শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে। এর সনদে ইবন লাহী'আ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। তিরমিযী, নাসাঈ। হাকিম হাদীসটিকে অন্য বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। সেটির সনদে দূর্বল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন লাহী'আ নেই। আর তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
হাদীসটি একটি হাদীসের অংশ যা অপবিত্রতা থেকে গোসল করার পর্বে 'গোসল খানায় প্রবেশ করার বিধান' শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে। এর সনদে ইবন লাহী'আ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। তিরমিযী, নাসাঈ। হাকিম হাদীসটিকে অন্য বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন। সেটির সনদে দূর্বল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন লাহী'আ নেই। আর তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب من عدى فرأى منكرا فلينكره وإلا فليرجع
عن جابر بن عبد الله (3) قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يقعد على مائدة يشرب عليها الخمر