মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৯০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : দু'জন দাওয়াতকারী একই সময় দাওয়াত দিলে কি করণীয় এবং দ্বিতীয় ও তৃতীয় দিনের দাওয়াতে উপস্থিত হওয়ার শরয়ী হুকুম।
১৯০। হুমায়দ ইবন আব্দুর রহমান (র) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যদি দু'জন দাওয়াতকারী তোমাকে একই সময় দাওয়াত দেয় তাহলে তুমি তাদের থেকে যার দরজা নিকটবর্তী তার দাওয়াতে সাড়া দিবে। কেননা যার দরজা নিকটবর্তী সেই নিকটবর্তী প্রতিবেশী। যদি তাদের একজন অন্যজনের পূর্বে তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি প্রথম জনের দাওয়াতে সাড়া দিবে।
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে আবু খালিফ ইয়াযীদ ইবন আব্দুর রহমান দালানী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। হাফিয ইবন হাজার তালখীছে হাদীসটিকে উল্লেখ করেছেন, আর বুখারী, আহমদ এবং অন্যদের থেকে বর্ণনা করা নিম্নোক্ত হাদীসকে হাদীসটির সাহেদরূপে পেশ করেছেন।
انها سألت النبي صلى الله عليه وسلم فقالت : إن لي جارين ، فإلى أيهما أهدي ؟ قال : إلى أقربهما منك بابا
“তিনি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন, আমার দু'জন প্রতিবেশী আছে, আমি কাকে হাদিয়া দিব? তিনি বললেন, যার ঘরের দরজা তোমার বেশি নিকটবর্তী"। এটি “প্রদানে উৎসাহিত করা” শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে।)
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে আবু খালিফ ইয়াযীদ ইবন আব্দুর রহমান দালানী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। হাফিয ইবন হাজার তালখীছে হাদীসটিকে উল্লেখ করেছেন, আর বুখারী, আহমদ এবং অন্যদের থেকে বর্ণনা করা নিম্নোক্ত হাদীসকে হাদীসটির সাহেদরূপে পেশ করেছেন।
انها سألت النبي صلى الله عليه وسلم فقالت : إن لي جارين ، فإلى أيهما أهدي ؟ قال : إلى أقربهما منك بابا
“তিনি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেন, আমার দু'জন প্রতিবেশী আছে, আমি কাকে হাদিয়া দিব? তিনি বললেন, যার ঘরের দরজা তোমার বেশি নিকটবর্তী"। এটি “প্রদানে উৎসাহিত করা” শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে।)
كتاب النكاح
باب ما يصنع إذا اجتمع الداعيان وحكم الإجابة في اليوم الثاني والثالث
عن جميد بن عبد الرحمن (6) عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال إذا اجتمع الداعيان (7) فاجب أقربهما بابا فان أقربهما باب أقربهما جرارا، فاذا سيق أحدهما فاجب الذي سبق