মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৮৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: ওলীমার দাওয়াতকারীর দাওয়াত কবুল করা।
১৮৯। ইকরিমা ইবন আম্মার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু গাদিয়া আল ইয়ামামী (রা)- কে বলতে শুনেছি, আমি মদীনায় আসলাম। তখন কাছীর ইবন সালত (র)এর দূত এসে তাঁদেরকে দাওয়াত দিলেন। আবূ হুরায়রা, আমি এবং আরো চারজন ছাড়া অন্য কেউ তাঁর দাওয়াতে সাড়া দিল না। তাঁরা গিয়ে দাওয়াত খেলেন। অতঃপর আবূ হুরায়রা (রা) দাওয়াত থেকে প্রত্যাবর্তন করে তাঁর হাত ধুয়ে পরিষ্কার করলেন। অতঃপর বললেন, হে মসজিদে উপস্থিত লোকজন তোমরা আবুল কাসিম- এর অবাধ্যতা করেছ।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারও নিকট হাদীসটি পাইনি। এর সনদে আবূ গাদীয়াহ আছেন। হাফিয ইবন হাজর তা'জীলুল মানফায়ায় তাঁকে অজ্ঞাত বর্ণনাকারী বলেছেন। তবে এ পরিচ্ছেদের হাদীসসমূহ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب إجابة الداعي الى الوليمة
عن عكرمة بن عمار (3) سمعت أبا غادية اليماني (4) قال أتيت المدينة فجاء رسول الله كثير بن الصلت فدعاهم فما قام إلا أبو هريرة وخمسة منهم انا أحدهم، فذهبوا فاكلوا، ثم جاء أبو هريرة فغسل يده ثم قال والله يا أهل المسجد (5) انكم لعصاة لأبي القاسم صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান