মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: দুধ পানে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।
১৩৩। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)কে জিজ্ঞাসা করা হল, দুধ পানে কতজন সাক্ষী প্রয়োজন হবে? তিনি বললেন, একজন পুরুষ এবং একজন মহিলা।
(তাবারানী আল মু'জামুল কাবীরে, বায়হাকী। হায়ছামী মাজমাউয যাওয়াইদে বলেছেন, হাদীসটির সনদে মুহাম্মাদ ইবন আব্দুর রহমান বাইলামানী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
(তাবারানী আল মু'জামুল কাবীরে, বায়হাকী। হায়ছামী মাজমাউয যাওয়াইদে বলেছেন, হাদীসটির সনদে মুহাম্মাদ ইবন আব্দুর রহমান বাইলামানী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب النكاح
باب من تجوز شهادته في الرضاعة
عن ابن عمر (8) قال سئل النبي صلى الله عليه وسلم ما يجوز في الرضاعة من الشهود؟ قال رجل وامرأة (9) وسمعته أنا (10) من عبد الله بن محمد بن أبي شيبة