মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে নারীকে বিয়ের পয়গাম দেয়া হয়েছে তাকে দেখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গ।
৪০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়, তবে পারলে তার এমন কিছু দেখে নেবে বিয়ে করতে উৎসাহ দেয়। তিনি বলেন, আমি সালামা গোত্রের জনৈকা যুবতীকে বিয়ের পয়গাম দিলাম। আমি তাকে দেখার জন্য খেজুর শাখার মোটা ও চওড়া গোড়ার নীচে লুকিয়ে থেকে তার শরীরের কোন অঙ্গ দেখলাম যা আমাকে তাকে বিয়ে করতে উৎসাহিত করল। আর আমি তাকে বিয়ে করলাম।
(আবূ দাউদ, বায়হাকী, বাযযার, আব্দুর রাজ্জাক, হাকিম। হাফিয ইবন হাজার বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب ما جاء فى استحباب النظر الى المخطوبة
عن جابر بن عد الله (4) قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب احدكم المرأة فان استطاع ان ينظر منها ما يدعوه الى نكاحها فليفعل قال فخطبت جارية من بنى سلمة فكنت أختبئ لها تحت الكرب (5) حتى رأيت منها بعض ما دعانى الى نكاحها فتزوجتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান