মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৩৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কোন ব্যক্তির কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার পর অন্য পুরুষের জন্য তাকে বিয়ের পয়গাম দেয়া হারাম। আর কোন মহিলাকে ইদ্দতে থাকা অবস্থায় বিয়ের পয়গামের ইঙ্গিত করা প্রসঙ্গ।
৩৯। আবূ বকর ইবন আবু জাহম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কাইস (রা)-কে বলতে শুনলাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি আমাকে তোমার ইদ্দত শেষ হওয়ার কথা অবহিত করবে। আমি তাকে তা অবহিত করলাম। অতঃপর মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা), আবু জাহাম (রা) এবং উসামা ইবন যাইদ (রা) তাঁকে বিয়ের পয়গাম দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মুআবিয়া (রা) দরিদ্র, তাঁর কোন মাল নেই। আবূ জাহাম (রা) স্ত্রীদেরকে মারে। তবে তিনি উসামা (রা)-কে বিয়ে করতে পছন্দ করলেন, যা তাঁকে হাতের ইশারায় জানালেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, "আল্লাহ এবং তাঁর রাসূল -এর আনুগত্য তোমার জন্য কল্যাণকর।" আমি তাঁকে বিয়ে করলাম এবং সুখস্বাচ্ছন্দ্যের অধিকারী হলাম।
(মুসলিম, মালিক, শাফিয়ী, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
(মুসলিম, মালিক, শাফিয়ী, আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب النكاح
باب النهى ان يخطب الرجل على خطبة اخيه وما جاء فى التعريض بالخطبة فى العدة
عن سفيان (9) سمعه من ابى بكر بن أبى الجهم سمعت فاطمة بنت قيس قالت قال لى رسول الله صلى الله عليه وسلم إذا حللت فآذنينى (10) فآذنته فخطبها معاوية بن أبى سفيان وأبو الجهم وأسامة بن زيد فقال رسول الله صلى الله عليه وسلم أما معاوية (11) فرجل ترب لا مال له وأما ابو الجهم فرجل ضراب (1) للنساء ولكن اسامة (2)، قال فقالت بيدها هكذا اسامة تقول لم ترده، فقال لها رسول الله صلى الله عليه وسلم طاعة الله وطاعة رسوله خير لك فتزوجتة فاغتبطته