মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩০০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
মদ পান করা হারাম হওয়া এবং এর পানকারীকে শরয়ী শাস্তি দেয়া সংক্রান্ত
পরিচ্ছেদ : মদ পান করা হারাম হওয়া, এর পানকারীকে লানত করা এবং সে তা পান করা থেকে তওবা না করলে তার আখিরাতের শরাব থেকে বঞ্চিত হওয়া সম্পর্কে বর্ণিত কিছু হাদীস।
পরিচ্ছেদ : মদ পান করা হারাম হওয়া, এর পানকারীকে লানত করা এবং সে তা পান করা থেকে তওবা না করলে তার আখিরাতের শরাব থেকে বঞ্চিত হওয়া সম্পর্কে বর্ণিত কিছু হাদীস।
৩০০। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ দুনিয়ায় মদ পান করে আর তা পান করা থেকে তওবা না করে, সে আখিরাতে তা পান করবে না।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب تحريم الخمر وحد شاربها
باب بعض ما جاء فى تحريم الخمر ولعن شاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
باب بعض ما جاء فى تحريم الخمر ولعن شاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
عن ابن عمر (6) أن رسول الله صلى الله عليه وسلم قال من شرب الخمر فى الدنيا لم يشربها فى الآخرة (7) إلا أن يتوب