মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মনিব তার ক্রীতদাসের হদ্দ জারি করবে।
২৭৪। আবূ হুরায়রা (রা), যাঈদ ইবন খালিদ (রা) এবং শি'বল (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, নবী (ﷺ)-কে অবিবাহিত যিনাকারী দাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হল? তিনি বললেন, তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার যিনা করে তাহলে তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার যিনা করে তাহলে তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার যিনা করে তাহলে তাকে বিক্রয় করবে যদিও চুলের বেনীর বিনিময়ে হয়।
(বুখারী, মুসলিম, শাফিয়ী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فى أن السيد يقيم الحد على رقيقه
عن عبيد الله بن عبد الله (1) عن أبى هريرة وزيد بن خالد وشبل قالوا سئل النبى صلى الله عليه وسلم عن الأمة تزنى قبل أن تحصن؟ قال اجلدوها، فان عادت فاجلدوها، فان عادت فاجلدوها، فان عادت فبيعوها ولو بضفير
tahqiqতাহকীক:তাহকীক চলমান