মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মনিব তার ক্রীতদাসের হদ্দ জারি করবে।
২৭৩। আবূ আব্দুর রহমান সুলামী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) মানুষকে উপদেশ দিলেন। তিনি বললেন, উপস্থিত জনতা, তোমাদের দাস-দাসী থেকে যারা বিবাহ করেছে এবং যারা বিবাহ করেনি তোমরা তাদের সকলের উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করবে, কেননা রাসূলুল্লাহ (ﷺ)-এর জনৈকা দাসী যিনা করলে তিনি আমাকে তার উপর শরয়ী শাস্তি প্রতিষ্ঠা করার আদেশ করলেন। আমি তার কাছে এসে অবগত হলাম যে, সে নতুন প্রসূতি। আমি ভয় করলাম যে, যদি আমি তাকে চাবুক মারি তাহলে সে মারা যাবে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ফিরে এসে তাঁকে তা অবহিত করলাম। তিনি বললেন, তুমি উত্তম কাজ করেছ।
(মুসলিম, তিরমিযী, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب فى أن السيد يقيم الحد على رقيقه
عن أبى عبد الرحمن السُّلمى (7) قال خطب على رضى الله عنه قال يا أيها الناس أقيموا على إرقائكم الحدود من أحصن منهم ومن لم يحصن (8) فان أمة لرسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم زنت فأمرنى رسول الله صلى الله عليه وسلم أن أقيم عليها الحد فأتيتها فاذا هى حديث عهد بنفاس فخشيت إن أنا جلدتها أن تموت فأتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال أحسنت
tahqiqতাহকীক:তাহকীক চলমান