মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৬৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কিতাবী সম্প্রদায়ের মুহসিন (বিবাহিত) যিনাকারীকে রজম করা এবং মুহসিন
২৬৭। বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) জনৈকা ইহুদীকে পাথর মেরে হত্যা করে বললেন, হে আল্লাহ আপনাকে সাক্ষ্য রাখছি যে, আমি প্রথম ব্যক্তি যে এমন একটা বিধান পুনর্জীবিত করেছে, যার তারা মৃত্যু ঘটিয়েছিল।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ। হাদীসটি সবিস্তারে বর্ণনা করেছেন। এ কিতাবের তাফসীর পর্বে সূরা মায়িদার তাফসীরে অন্য এক বর্ণনা সূত্রে ইমাম আহমদের দীর্ঘ বর্ণনাটি উল্লেখ করা হবে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى رجم الزانى المحصن من أهل الكتاب وأن الاسلام ليس بشرط فى الإحصان
عن البراء بن عازب (10) أن النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم رجم يهوديا وقال اللهم إنى أشهدك أنى أول من أحيا سنة (11) قد أماتوها
tahqiqতাহকীক:তাহকীক চলমান