মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৪৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: সন্তান প্রসব না করা পর্যন্ত গর্ভবতীর হদ্দ স্থগিতকরণ।
২৪৮। বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত, একবার আমি নবী (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তখন গামিদ বংশের জনৈকা মহিলা তাঁর কাছে এসে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আমি যিনা করেছি। আপনি আমাকে যিনার পাপ থেকে পবিত্র করুন। নবী (ﷺ) তাকে বললেন, তুমি ফিরে যাও। সে পরের দিনও তাঁর কাছে এসে যিনার স্বীকারোক্তি করে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আপনি আমাকে যিনার পাপ থেকে পবিত্র করুন। হয়তো আপনি আমাকে ফিরিয়ে দিবেন যেরূপ আপনি মা'ইয ইবন মালিক (রা)- কে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহর শপথ, আমি গর্ভবতী। নবী (ﷺ) তাকে বললেন, তুমি আমার কাছ থেকে ফিরে যাও এবং তোমার আবাস স্থলে সন্তান প্রসব না করা পর্যন্ত অবস্থান কর। সন্তান প্রসব করার পর সে তার শিশুকে বহন করে নবী (ﷺ)-এর কাছে আসল। বলল, হে আল্লাহর নবী (ﷺ), আমি এ শিশুকে প্রসব করেছি। তিনি বললেন, তুমি চলে যাও এবং তাকে দুধ খাওয়াতে থাক- যাবৎ না দুধ ছাড়ানোর বয়স হয়। দুধ ছাড়ানোর পর সে তাকে নিয়ে আসল। তখন শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। সে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আমি এ শিশুটিকে বুকের দুধ ছাড়িয়েছি। নবী (ﷺ) শিশুটিকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন, তার জনৈক মুসলমান ব্যক্তিকে তার লালন পালনের দায়িত্ব দিলেন। তিনি তার জন্য গর্ত খনন করার আদেশ করলেন। তার জন্য গর্ত খনন করা হল। তাতে তাকে তার বুক পর্যন্ত পোঁতা হল। অতঃপর তিনি উপস্থিত সাহাবীগণ (রা)-কে পাথর মেরে হত্যা করতে নির্দেশ দিলেন। খালিদ ইবন ওয়ালীদ (রা) একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং তা তার মাথায় নিক্ষেপ করলেন। ফলে খালিদ (রা)-এর গালে তার রক্তের ছিটা লাগল। তাই তিনি তাকে গালি দিলেন। নবী (ﷺ) তা শুনে বললেন, হে ওয়ালীদের বেটা খালিদ! থাম। তাকে গালি দিও না। যে সত্ত্বার হাতে আমার জীবন তার শপথ, সে যেরূপ তওবা করেছে যদি অন্যায়ভাবে কর উসুলকারী সেরূপ তওবা করত তাহলে তাকেও ক্ষমা করা হত। তিনি তাকে কাফন পরানোর এবং সমাধিস্থ করানোর নির্দেশ দিলেন। তার জানাযা নামায পড়া হল, আর তাকে সমাধিস্থ করা হল।
(মুসলিম, আবূ দাউদ, বায়হাকী, দারাকুতনী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تأخير الحد عن الحبلى حتى تضع حملها
عن عبد الله بن بريدة عن أبيه (9) قال كنت جالساً عند النبى صلى الله عليه وسلم فجاءته امرأة من غامد (10) فقالت يا نبى الله إنى قد زنيت وأنا أريد أن تطهرنى، فقال لها النبى ارجعى (11)، فلما أن كان من الغد أتته أيضاً فاعترفت عنده بالزنا فقالت يا رسول الله إنى قد زنيت وأنا أريد أن تطهرنى، فقال لها النبى صلى الله عليه وسلم ارجعى، فلما أن كان من الغد أتته أيضاً فاعترفت عنده بالزنا، فقالت يا نبى الله طهرنى فلعلك أن ترّددنى (1) كما ردَّدت ماعز بن مالك، فوالله إنى لحبلى، فقال لها النبى صلى الله عليه وسلم ارجعى حتى تلدى، فلما ولدت جاءت بالصبى تحمله فقالت يا نبى الله هذا قد ولدت، قال فاذهبى فأرضعيه حتى تفطميه، فلما فطمته جاءت بالصبى في يده كسرة خبز، قال يا نبى الله هذا قد فطمته، فأمر النبى صلى الله عليه وسلم بالصبى فدفعه إلى رجل من المسلمين وأمر بها فحفر لها حفرة فجعلت فيها إلى صدرها ثم أمر الناس أن يرجموها (2) فاقبل خالد بن الوليد بحجر فرمى رأسها فنضح (3) الدم على وجنة خالد فسبها، فسمع النبى صلى الله عليه وسلم سبه غياها فقال مهلاً يا خالد بن الوليد لا تسبها، فوالذى نفسى بيده لقد تابت توبة لو تابها صاحب مكس (4) لغفر له فأمر بها فصلى (5) عليها ودفنت
tahqiqতাহকীক:তাহকীক চলমান