মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যিনার স্বীকারোক্তিকারীকে এ ব্যাপারে তার দ্ব্যর্থহীন বক্তব্য জিজ্ঞাসা করা এবং ধর্তব্য হওয়া প্রসঙ্গ
২৪০। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মা'ইয ইবন মালিক (রা)-কে যখন সে তার কাছে এসে যিনা করার কথা স্বীকার করল, বললেন, হয়তো তুমি তাকে চুমু দিয়েছ বা তুমি তাকে স্পর্শ করেছ? সে বলল, না। তিনি বললেন, তুমি কি তার সাথে রতিক্রিয়া করেছ? সে বলল, হাঁ, তখন তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। আর তাকে পাথর মেরে হত্যা করা হল।
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) মাইয (রা)-কে যখন সে বলল, আমি যিনা করেছি বললেন, হয়তো তুমি তাকে তোমার চোখ বা হাত দিয়ে ইশারা করেছ, বা তুমি তাকে চুমু দিয়েছ, বা তুমি তার দিকে তাকিয়েছ। তিনি বলেন, যেন তাঁর সন্দেহ ছিল যিনা কি তা সে জানে না।
(বুখারী, আবূ দাউদ, বায়হাকী)
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) মাইয (রা)-কে যখন সে বলল, আমি যিনা করেছি বললেন, হয়তো তুমি তাকে তোমার চোখ বা হাত দিয়ে ইশারা করেছ, বা তুমি তাকে চুমু দিয়েছ, বা তুমি তার দিকে তাকিয়েছ। তিনি বলেন, যেন তাঁর সন্দেহ ছিল যিনা কি তা সে জানে না।
(বুখারী, আবূ দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استفسار المقر بالزنا واعتبار تصريحه بما لا تردد فيه
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال لماعز ابن مالك حين أتاه فأقر عنده بالزنا لعلك قبلك أو لمست؟ قال لا، قال فنكتها؟ (9) قال نعم، فأمر به فرجم (وعنه من طريق ثان) (1) أن رسول الله صلى الله عليه وسلم قال لماعز حين قال زنيت، لعلك غمزت (2) أو قبلت أو نظرت إليها (3) قال كأنه يخاف أن لا يدرى ما الزنا