মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১২৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: কাসামা (নিহতের অভিভাবকদের থেকে কসম গ্রহণ) প্রসংগ
১২৫। আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু'টি গ্রামের মাঝে জনৈক নিহতকে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীগণ (রা)-কে অবস্থানস্থল থেকে দু'টি গ্রামের মাঝে মাপতে আদেশ করলেন। তারা তা মেপে নিহতের অবস্থানস্থল থেকে একটি গ্রামকে সামান্য নিকটবর্তী পেলেন। নবী (ﷺ) তাঁর বিঘত দিয়ে তা মাপলেন, আর তা এক বিঘত হল। আবু সাঈত খুদরী (রা) বলেন, এখনও রাসূলুল্লাহ (ﷺ)-এর সেই বিঘত দিয়ে মাপার বিষয়টা আমার এরূপ ভাবে স্মরণ আছে যেন আমি তা দেখতে পাচ্ছি। আর রাসূলুল্লাহ (ﷺ) নিহতের হত্যা কাণ্ডের অভিযোগ নিকটবর্তী গ্রাম বাসীর উপর আরোপ করেন।
(আবূ দাউদ তায়ালিসী। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ বাযযার হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে আতীয়া আওফী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
(আবূ দাউদ তায়ালিসী। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ বাযযার হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে আতীয়া আওফী আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى القسامة
عن أبى سعيد الخدرى (3) قال وجد رسول الله صلى الله عليه وسلم قتيلاً بين قريتين فأمر رسول الله صلى الله عليه وسلم فذرع (4) ما بينهما، قال وكأنى أنظر إلى شبر رسول الله صلى الله عليه وسلم (5) فألقاه على أقربهما