মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৭৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-কর্তৃক কুকুর পোষার অনুমতি দেয়ার পরে যে কুকুর পোষা জায়িয এবং যে কুকুর পোষা হারাম।
৭৭। ইয়াযীদ ইবন খুসাইফা (র) থেকে বর্ণিত, সায়িব ইবন ইয়াযীদ (র) তাকে অবহিত করেছেন যে, তিনি নবী (ﷺ)-এর সাহাবী সুফিয়ান ইবন আবু যুহাইর (রা)-কে যিনি শানুআ গোত্রের লোক ছিলো, মসজিদের দরজার নিকট উপস্থিত লোকদের কাছে বর্ণনা করতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি এরূপ কুকুর পালন করে যা তার শস্যক্ষেত্র এবং গবাদি পশু রক্ষা করে না, তাহলে তার আমল থেকে প্রত্যেকদিন এক কীরাত কমে যায়। তিনি বললেন, আপনি কি এ কথা রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন, তিনি বললেন, হাঁ। এ মসজিদের প্রভুর শপথ! আমি তাকে এ কথা বলতে শুনেছি।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, তাবারানী আল মু'জামুল আউসাতে, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, তাবারানী আল মু'জামুল আউসাতে, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يجوز اقتناؤه من الكلاب بعد الرخصة وما لا يجوز
عن يزيدٍ بن خصيفة (10) عن السائب بن يزيد أنه أخبره أنه سمع سفيان بن أبي زهير وهو رجل من شنوة (1) من أصحاب النبي صلى الله عليه وسلم يحدث ناسًا معه عند باب المسجد (2) يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اقتنى كلبًا لا يغني عنه زرعًا ولا ضرعًا (3) نقص من عمله كل يومٍ قيراط قال أنت سمعت هذا (4) من رسول الله صلى الله عليه وسلم، قال أي (5) ورب هذا المسجد