মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৫৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : গিরগিটি হত্যা করা মুস্তাহাব হওয়া এবং তার হত্যাকারীর সওয়াব অর্জন করা প্রসঙ্গে।
৫৮। ফাকিহা ইবন মুগীরা (রা)-এর আযাদকৃত দাসী সায়িবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম। আমি তাঁর ঘরে একটি বর্শা রাখা দেখে বললাম, হে উম্মুল মু'মিনীন আপনারা এ বর্শা দিয়ে কি করেন? তিনি বললেন, এ বর্শাটি গিরগিটির জন্য, আমরা এটা দিয়ে তাদেরকে মারি। কেননা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বর্ণনা করেছেন যে, যখন ইবরাহীম (আ)-কে আগুনে নিক্ষেপ করা হয় তখন গিরগিটি ছাড়া পৃথিবীর সকল প্রাণী তাদের সাধ্যানুযায়ী আগুন নিভানোর চেষ্টা করেছে। আর গিরগিটি আগুনে ফুঁক দিচ্ছিল, যাতে তা আরও বেশী জ্বলে। তাই রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তা হত্যা করতে আদেশ করেছেন।
(নাসাঈ, ইবন মাজাহ, ইবন হিব্বান। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। আর সায়িবা ছাড়া এর অন্য বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب قتل الوزع وثواب قاتله
عن سائبة (11) مولاة للفاكه بن المغيرة قالت دخلت على عائشة رضي الله عنها فرأيت في بيتها رمحًا موضوعًا قلت يا أم المؤمنين ماذا تصنعون بهذا الرمح؟ قالت هذا لهذه الأوزاغ نقتلهن به فان رسول الله صلى الله عليه وسلم حدثنا أن إبراهيم عليه السلام حين ألقي في النار لم تكن في الأرض دابة إلا تطفئ النارعنه (1) غير الوزغ كان ينفخ عليه (2) فأمرنا رسول الله صلى الله عليه وسلم بقتله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৮ | মুসলিম বাংলা