মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৫৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : গিরগিটি হত্যা করা মুস্তাহাব হওয়া এবং তার হত্যাকারীর সওয়াব অর্জন করা প্রসঙ্গে।
৫৭। সা'দ ইবন আবূ ওয়াককাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গিরগিটি হত্যা করতে আদেশ করেছেন, আর তিনি তার নাম ফুয়াইসিক (পাপিষ্ঠ) রেখেছেন।
(মুসলিম, আবু দাউদ, ইবন হিব্বান। আর বুখারী হাদীসটি থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর টিকটিকি হত্যার আদেশের অংশ বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب قتل الوزع وثواب قاتله
عن عامرٍ بن سعد (9) بن أبي وقاص عن أبيه قال أمر رسول الله صلى الله عليه وسلم بقتل الوزغ وسماه فويسقًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫৭ | মুসলিম বাংলা