মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারীর প্রতি সতর্কবাণী।
১৭। আব্দুর রহমান ইবন সুমাইরাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন উমর (রা)-এর সাথে হাঁটছিলেন, আর আমরা একটি কাঠের উপর একটি মাথা ঝুলন্ত দেখলাম। তিনি বললেন, একে যে হত্যা করেছে সে দুর্ভাগা। আমি বললাম, আপনি এ কথা বলছেন হে আবু আব্দুর রহমান? তিনি তাঁর হাত আমার থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি আমার উম্মতের কেউ কারও কাছে তাকে হত্যা করার জন্য আসে, তাহলে সে যেন এরূপ বলে (অর্থাৎ যেরূপ হাবিল তার ভাইকে বলেছিল, যখন সে তাকে হত্যা করতে চাইল-
{لَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ (28) إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ} [المائدة: 28، 29]
"আমাকে হত্যা করার উদ্দেশ্যে তুমি হাত তুললেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলব না, নিশ্চয়ই আমি ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি তো চাই যে, তুমি বহন কর আমার গুনাহ ও তোমার গুনাহ, ফলে হও তুমি অগ্নিবাসীদের শামিল, এটাইতো প্রতিফল জালিমদের।” (সূরা মায়িদা : ২৮, ২৯)
তাতে নিহত ব্যক্তি জান্নাতে যাবে এবং হত্যাকারী জাহান্নামে যাবে।
তাঁর থেকে দ্বিতীয় এক সূত্রে বর্ণিত হয়েছে যে, ইবন উমর (রা) একটি মাথা দেখে বললেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তোমাদের কাউকে হত্যা করার জন্য তার কাছে আসে, তবে আদম (আ)-এর ছেলে হাবিলের মত হতে তার বাঁধা কী? তাতে হত্যাকারী জাহান্নামে যাবে, আর নিহত ব্যক্তি জান্নাতে যাবে।
(আবু দাউদ, আহমদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من حمل السلاح على المسلمين
(17) عن عبد الرحمن بن سميرة قال كنت أمشي مع عبد الله بن عمر فإذا نحن برأسٍ منصوب على خشبة، قال فقال شقي قاتل هذا، قال قلت أنت تقول هذا با أبا عبد الرحمن؟ فشد يده مني وقال أبو عبد الرحمن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا مشى الرجل من أمتي إلى الرجل ليقتله فليقل هكذا (5) فالمقتول في الجنة والقاتل في النار (وعنه من طريقٍ ثان) (6) أن ابن عمر رأى رأسًا فقال قال رسول الله صلى الله عليه وسلم ما يمنع أحدكم إذا جاءه من يريد قتله أن يكون مثل ابن آدم (7) القاتل في النار والمقتول في الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান