মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারীর প্রতি সতর্কবাণী।
১৬। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন, জাহান্নামের সাতটি দরজা আছে। তা থেকে একটি দরজা ঐ ব্যক্তির জন্য, যে তার তরবারী আমার উম্মাতকে হত্যা করার জন্য কোষমুক্ত করে।
(তিরমিযী, আহমদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি সহীহ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من حمل السلاح على المسلمين
(16) عن ابن عمرأنه سمع النبي صلى الله عليه وسلم يقول لجهنم سبعة أبواب: باب مها لمن سل سيفه على أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬ | মুসলিম বাংলা