আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৪২
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৪২. ইবনে আবুদ দুনিয়া ও খারায়েতী এতদ্ব্যতীত অন্যান্য বর্ণনাকারী সূত্রে আবদুস সালাম ইবনে শাদ্দাদ আবু তালুত, তিনি গাযওয়ান ইবনে জারীর তাঁর পিতা থেকে তিনি হযরত আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: কিয়ামতের দিন মানুষের নিকট এমন দুর্গন্ধ বাতাস পাঠান হবে, যা অত্যন্ত অসহনীয় হবে। এর দ্বারা অপরাধী ও নিরপরাধ নির্বিশেষে সকলেই কষ্ট পাবে। এমন কি যখন সকলের কাছে এ দুর্গন্ধ পৌঁছবে, তখন একজন আহবানকারী চিৎকার করে ডেকে বলবে। তোমরা কি জান, এ দুর্গন্ধ কিসের, যদ্দ্বারা তোমরা কষ্ট পাচ্ছ? তারা বলবে: আল্লাহর শপথ, আমরা জানি না। তবে এ এমন অসহনীয় দুর্গন্ধ যা আমাদের শরীরের প্রত্যেক অঙ্গে পৌঁছেছে। তখন বলা হবে। এ হচ্ছে ব্যভিচারীদের লজ্জাস্থানের দুর্গন্ধ, যারা ব্যভিচারে অভ্যস্থ থাকা অবস্থায় বিনা তাওবায় মৃত্যুবরণ করেছে। তারপর আহ্বানকারী তাদেরকে নিয়ে চলে যাবে। বর্ণনাকারী ফেরত যাবার সময়ের কথা বলতে গিয়ে জান্নাত ও জাহান্নামের কথা উল্লেখ করেন নি।
الشرب الخمر অনুচ্ছেদ হযরত আবু মুসা (রা) হতে একটি হাদীস বর্ণিত হয়েছেঃ "যে ব্যক্তি মদপানে অভ্যস্থ থাকাবস্থায় মারা যাবে তাকে আল্লাহ্ গুতা নামক নহরের ময়লা পান করাবেন। বলা হলঃ 'নাহরুল গুতা' কি? তিনি বললেন: ব্যভিচারীদের লজ্জাস্থান থেকে নির্গত দুর্গন্ধময় ময়লা। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ অন্যান্য জাহান্নামীদের কষ্ট দেবে।"
الشرب الخمر অনুচ্ছেদ হযরত আবু মুসা (রা) হতে একটি হাদীস বর্ণিত হয়েছেঃ "যে ব্যক্তি মদপানে অভ্যস্থ থাকাবস্থায় মারা যাবে তাকে আল্লাহ্ গুতা নামক নহরের ময়লা পান করাবেন। বলা হলঃ 'নাহরুল গুতা' কি? তিনি বললেন: ব্যভিচারীদের লজ্জাস্থান থেকে নির্গত দুর্গন্ধময় ময়লা। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ অন্যান্য জাহান্নামীদের কষ্ট দেবে।"
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3642 - وروى عَنْ ابْنِ أَبِي الدُّنْيَا وَالْخَرَائِطِي وَغَيْرِهِمَا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ ابْنِ شَدادٍ أَبِي طالُوْتَ عَنْ غَزْوَانَ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلَى بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : إِنَّ النَّاسَ تُرْسَلُ عَلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ رِيحٌ مُنْتِنَةٌ حَتَّى يَتَأَذى مِنْهَا كُلُّ بَر وَفَاجِرٍ حَتَّى إِذَا بَلَغَتْ مِنْهُمْ كُلَّ مَبْلَغ نَادَاهُمْ مُنَادٍ يُسْمِعُهُمُ الصَّوْتَ ، وَيَقُولُ لَهُمْ : هَلْ تَدْرُونَ هَذِهِ الرِّيحِ الَّتِي قَدْ أَذَتْكُمْ؟ فَيَقُولُونَ : لا نَدْرِى وَاللهِ إِلا أَنَّهَا قَدْ بَلَغَتْ مِنَّا كُلَّ مَبْلَغ ، فَيُقَالُ : أَلَا إِنَّهَا رِيحُ فُرُوج الزُّنَاةِ الَّذِينَ لَقُوا اللَّهَ بِزِنَاهُمْ وَلَمْ يَتُوبُوا مِنْهُ ، ثُمَّ يَنْصَرِفُ بِهِمْ ، وَلَمْ يَذْكُرْ عِنْدَ الصَّرْفِ بِهِمْ جَنَّةً ولا نارا -
وتقدم فى شرب الخمر حديث أبي موسى ، وفيه : وَمَنْ مَاتَ مُدْمِنَ الْخَمْرِ سَقَاهُ مِنْ نَهْرِ الغوطة ، قِيلَ وَمَا نَهْرُ الْغَوْطَةِ ؟ قَالَ : نَهْرُ يَجْرِي مِنْ فَرُوْجِ المُؤْمِسَاتِ يَعْنِي الزَّانِيَاتِ ، يُؤْذِي أَهْلَ النَّارِ رِيحُ فُرُوجِهِمْ -
وتقدم فى شرب الخمر حديث أبي موسى ، وفيه : وَمَنْ مَاتَ مُدْمِنَ الْخَمْرِ سَقَاهُ مِنْ نَهْرِ الغوطة ، قِيلَ وَمَا نَهْرُ الْغَوْطَةِ ؟ قَالَ : نَهْرُ يَجْرِي مِنْ فَرُوْجِ المُؤْمِسَاتِ يَعْنِي الزَّانِيَاتِ ، يُؤْذِي أَهْلَ النَّارِ رِيحُ فُرُوجِهِمْ -