আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৪৩
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৪৩. হযরত রাশিদ ইবনে সা'দ নিকরায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মি'রাজের রাতে আমাকে এমন কিছু সংখ্যক লোকের কাছে নিয়ে যাওয়া হল, যাদের চামড়া আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছিল। আমি বললামঃ এরা কারা? তিনি জিব্রাঈল (আ) বললেন। তারা হল এমন সব লোক যারা মানুষের কাছে নিজেদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে সুশোভিত করে পেশ করতো। তিনি বলেনঃ এরপর আমাকে একটি দুর্গন্ধময় কূপের নিকট নিয়ে যাওয়া হল। আমি সেখানে বিকট শব্দ শুনতে পেলাম। আমি বললামঃ হে জিবরাঈল! এরা কারা? তিনি বললেন। তারা হল আপনার উম্মাতের ঐ সকল মহিলা, যারা নিজকে মানুষের নিকট গ্রহণীয় করার উদ্দেশ্যে উত্তম পোশাকে সুসজ্জিত হয়ে এমন কাজ করতো যা তাদের জন্য হালাল নয়।
(বায়হাকী হাদীসটি আংশিক বর্ণনা করেছেন এবং "গীবত অনুচ্ছেদে" এর পূর্ণ বিবরণ আসবে।)
(বায়হাকী হাদীসটি আংশিক বর্ণনা করেছেন এবং "গীবত অনুচ্ছেদে" এর পূর্ণ বিবরণ আসবে।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3643- وَعَن رَاشد بن سعد المقرائي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما عرج بِي مَرَرْت بِرِجَال تقْرض جُلُودهمْ بمقاريض من نَار فَقلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ الَّذين يتزينون للزِّينَة قَالَ ثمَّ مَرَرْت بجب منتن الرّيح فَسمِعت فِيهِ أصواتا شَدِيدَة فَقلت من هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ نسَاء كن يتزين للزِّينَة ويفعلن مَا لَا يحل لَهُنَّ
رَوَاهُ الْبَيْهَقِيّ فِي حَدِيث يَأْتِي فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ الْبَيْهَقِيّ فِي حَدِيث يَأْتِي فِي الْغَيْبَة إِن شَاءَ الله تَعَالَى