আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৩৬
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: চার প্রকারের লোকের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তারা হলঃ ১. বেচাকেনায় মিথ্যা (অধিক) শপথকারী, ২. অহংকারী ফকীর, ৩. বৃদ্ধ ব্যভীচারী এবং ৪. যালিম শাসক।
(নাসাঈ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3636- وعنه رضى اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ : أربعة يبغضهم الله : البياع الحلاف. والفقير المختال ، والشيخ الزاني ، والإمام الجائر.
رواه النسائي وابن حبان صحیحه.
tahqiqতাহকীক: