আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৩৭
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৩৭. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলঃ ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. মিথ্যাবাদী শাসক, এবং ৩. আত্মম্ভরী ভিক্ষুক।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেছেন।
باب صدقة السر -এ আবু যার (রা)-এর একটি হাদীস বর্ণিত হয়েছে। আর তা হলঃ তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ্ অসন্তুষ্ট। তারা হলঃ ১. বৃদ্ধ ব্যভিচারী, ২. অহংকারী ভিক্ষুক এবং ৩. ধনবান যালিম। আবু দাউদ বর্ণিত, তিরমিযী ও ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং হাকীম বর্ণনা করেন। তিনি বলেন, সনদ সূত্রে হাদীসটি সহীহ।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3637- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الشَّيْخ الزَّانِي وَالْإِمَام الْكذَّاب والعائل المزهو

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد وَتقدم فِي بَاب صَدَقَة السِّرّ حَدِيث أبي ذَر وَفِيه وَالثَّلَاثَة الَّذين يبغضهم الله الشَّيْخ الزَّانِي وَالْفَقِير المختال والغني الظلوم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান