আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৬৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৯. ইবনে মাজাহ শরীফে উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন সংকীর্ণ আস্তীন বিশিষ্ট একটি জুব্বা পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসেন এবং তিনি তা পরিধান করেই আমাদের সালাতে ইমামতি করেন। এছাড়া তাঁর পরিধানে আর কিছু ছিল না।।
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
َ3169 - وَرَوى ابْنُ مَاجَه عَنْ عبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ عَلَيْهِ جبة من صوف ضيقة الكمين ، فصلى بنا فِيهَا لَيْسَ عَلَيْهِ شَيْءٌ غَيْرُهَا