আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৬৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৬৮. হযরত আবুল আহওয়াস (রা) সূত্রে আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম পশমী পোশাক পরিধান, বকরী দোহন এবং গাধায় আরোহণ করা পসন্দ করতেন।
(ইমাম হাকিম (র) মাওকুফ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
(ইমাম হাকিম (র) মাওকুফ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন: এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3168 - وَعَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كَانَتِ الْأَنْبِيَاءُ يَسْتَحِبُّونَ أَن يَلْبَسُوا الصُّوفَ ، وَيَحْتَلِبُوا الْغَنَمَ ، وَيُرْكَبُوا الْحُمُر -
رواه الحاكم موقوفاً ، وقال : صحيح على شرطهما .
رواه الحاكم موقوفاً ، وقال : صحيح على شرطهما .