আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩২৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছেনঃ আদম সন্তানের যে সময়টি তার উপর দিয়ে এমনভাবে অতিবাহিত হয় যে, সে এতে আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ করে না, কিয়ামতের দিন এ সয়মটির জন্য সে আক্ষেপ করবে।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, এ সনদটিতে যদিও দুর্বলতা রয়েছে, কিন্তু পূর্বে বর্ণিত মুয়ায (রা)-এর হাদীসটি এর সমর্থন ও পোষকতা করে।
(হাফিয বলেনঃ) "যে বাক্তি কোন মজলিসে বসল অথচ যিক্‌র করল না।”)
এই শিরোনামে সামনে একটি পৃথক অনুচ্ছেদ আসবে- ইনশা আল্লাহ।
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2324 - وروى عن عَائِشَةَ رضي الله عنها أنها سمعت رسول الله ﷺ يقول ما من ساعة تمر بابن أدم لم يذكر الله فيها بخير الاتحسر عليها يوم القيامة .
رواه ابن ابی الدنيا ، والبيهقى وقال هذا الاسناد ضعف غير ان له شواهد من حديث معاذ المتقدم
[ قال الحافظ ] وسيأتي باب فيمن جلس مجلسا لم يذكر الله فيه ان شاء الله تعالى
tahqiqতাহকীক: