আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৮৮
পরিচ্ছেদ
২১৮৮. হযরত সাঈদ ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হলো, সে শহীদ। যে ব্যক্তি তাঁর জীবন রক্ষার্থে নিহত হলো, সে শহীদ, যে ব্যক্তি দীন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ এবং যে ব্যক্তি তার পরিবারের ইয্যত রক্ষার্থে নিহত হল, সেও শহীদ।
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
فصل
2188 - وَعَن سعيد بن زيد رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قتل دون مَاله فَهُوَ شَهِيد وَمن قتل دون دَمه فَهُوَ شَهِيد وَمن قتل دون دينه فَهُوَ شَهِيد وَمن قتل دون أَهله فَهُوَ شَهِيد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
