আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৮৭
পরিচ্ছেদ
২১৮৭. হযরত আবু ইসহাক আস-সুবায়ঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুলায়মান ইবন সুরাদ, খালিদ ইবন উরফুতা অথবা খালিদ ইব্‌ন সুলায়মান (রা)-কে বললেন। তুমি কি শোননি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি উদরাময়ে মৃত্যুবরণ করে, তার কবর আযাব হবে না? তখন তাঁদের একজন অপরজনকে বললেন, হ্যাঁ, শুনেছি।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান-গরীব। ইবন হিব্বানও হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, সনদে উল্লেখিত ব্যক্তিটি ইব্‌ন উরফুতা, খালিদ ইব্‌ন সুলায়মান নন।)
فصل
2187- وَعَن أبي إِسْحَاق السبيعِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ سُلَيْمَان بن صرد لخَالِد بن عرفطة أَو خَالِد بن سُلَيْمَان رَضِي الله عَنهُ أما سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَتله بَطْنه لم يعذب فِي قَبره
فَقَالَ أَحدهمَا لصَاحبه نعم

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ خَالِد بن عرفطة من غير شكّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৮৭ | মুসলিম বাংলা