আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৩৩
অধ্যায়ঃ হজ্জ
সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্জ করে না, তার প্রতি সতর্কবাণী ও ফরয হজ্জ আদায়ের পর মহিলাদের ঘর আঁকড়ে থাকা প্রসঙ্গ
১৮৩৩. আবু ওয়াকিদ লায়সীর এক পুত্র তাঁর পিতা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, তিনি বিদায় হজ্জে আপন সহধর্মিণীদেরকে বলছিলেন: এটিই তোমাদের হজ্জ, তারপর চাটাইয়ের পিঠ* আঁকড়ে থাকবে।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন, কিন্তু তিনি আবু ওয়াকিদের পুত্রের নাম। উল্লেখ করেননি।)

* অর্থাৎ তারপর তোমাদের স্থায়ী ঠিকানা, আর নড়চড় করার দরকার নেই।-সম্পাদক
كتاب الْحَج
ترهيب من قدر على الْحَج فَلم يحجّ وَمَا جَاءَ فِي لُزُوم الْمَرْأَة بَيتهَا بعد قَضَاء فرض الْحَج
1833- وعن ابن لأبي واقد الليثى عَنْ أَبِيهِ رَضى اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ لازواجِه فِي حَجَّةِ الْوَدَاعِ : هذه ثُمَّ ظهور الحصر
رواه ابو داؤد، ولم يسم ابن ابي واقد
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৩৩ | মুসলিম বাংলা