আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৩২
অধ্যায়ঃ হজ্জ
সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্জ করে না, তার প্রতি সতর্কবাণী ও ফরয হজ্জ আদায়ের পর মহিলাদের ঘর আঁকড়ে থাকা প্রসঙ্গ
১৮৩২. তাবারানী এ হাদীসটি 'আওসাত' নামক গ্রন্থে হযরত ইবন উমর (রা) থেকেও বর্ণনা করেছেন যে, নবী করীম ﷺ যখন তাঁর স্ত্রীদেরকে নিয়ে হজ্জ করেছিলেন তখন বলেছিলেন। তোমাদের জন্য কেবল এ হজ্জটিই। তারপর তোমরা চাটাইয়ের পিঠকে আঁকড়ে থাকবে।
كتاب الْحَج
ترهيب من قدر على الْحَج فَلم يحجّ وَمَا جَاءَ فِي لُزُوم الْمَرْأَة بَيتهَا بعد قَضَاء فرض الْحَج
1832- وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لما حج بنسائه قَالَ إِنَّمَا هِيَ هَذِه ثمَّ عَلَيْكُم بِظُهُور الْحصْر